প্রতিবেদন : ঝাড়খণ্ডের উপর থেকে ঘূর্ণাবর্তটি সরে গাঙ্গেয় বাংলার উপর অবস্থান করছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় ভারী থেকে অতি-ভারী বৃষ্টি(Rain) গোটা বাংলা জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকে হালকা ঝিরঝিরে বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে বৃষ্টির দাপট। দুপুরের পর থেকে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় একটানা মুষলধারে বৃষ্টি হতে থাকে। এদিকে, পার্বত্য এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে। শনিবার থেকে ফের বৃষ্টি ফের বাড়বে। উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। কলকাতা-সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণের জেলায় সপ্তাহ শেষে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি (Rain) হতে পারে। শনিবার থেকে কমবে দক্ষিণে বৃষ্টি। তবে বৃষ্টি হলেও জলীয়বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে। শুক্রবার জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে।
আরও পড়ুন- শ্রীলঙ্কা নৌসেনার হামলায় মৃত ভারতীয় মৎস্যজীবী! জবাব তলব দিল্লির