নার্সিংহোমের লাইসেন্স বাতিল

Must read

প্রতিবেদন : একটি নার্সিংহোমের (Nursing Home) লাইসেন্স বাতিল ও তিনটির লাইসেন্স একমাসের জন‌্য রদ করল প্রশাসন। বৃহস্পতিবার জেলা স্বাস্থ‌্য দফতরের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত একমাস ধরে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকের নার্সিংহোমে অভিযান চালাচ্ছিল জেলা স্বাস্থ‌্য দফতর। বৃহস্পতিবার সবদিক খতিয়ে দেখে বিষ্ণুপুরের ওই নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা হয়। প্রশাসন সূত্রে খবর, বারবার প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছিল। কিন্তু তথ‌্য জমা দিতে পারেনি। এমনকী শুনানিতেও হাজির হয়নি নার্সিংহোম কতৃর্পক্ষ। তাই এদিন লাইসেন্স বাতিল করা হল বলে জেলা স্বাস্থ‌্য অর্ধিকর্তা জানিয়েছেন। এছাড়াও ভাঙড় এলাকার দু’টি এবং ক‌্যানিংয়ের একটি নার্সিংহোমের লাইসেন্স একমাসের জন‌্য সাসপেন্ড করা হয়েছে। ক্লিনিক‌্যাল এস্টাব্লিশমেন্ট আইন মেনেই এই পদক্ষেপ করা হয়েছে বলেই জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন- লাল-হলুদ রংই শক্তি, সম্মানিত হয়ে সৌরভ

Latest article