প্রতিবেদন : ফের বিধানসভায় মুখ পুড়ল দলবদলু গদ্দারের। তথ্য না জেনে-হোম ওয়ার্ক না করে বিদ্যুতের দাম নিয়ে সরকারের দিকে আঙুল তুলতে গিয়ে বুমেরাং হল। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) স্পষ্ট জানিয়ে দিলেন যে, বিদ্যুতের দাম বাড়েনি। বিরোধী দলনেতার কাছে তথ্য নেই। আর এই ঘটনায় প্রমাণ হয়ে গেল মিডিয়ার ক্যামেরার সামনে সরকারের বিরুদ্ধে ভূরিভূরি মিথ্যে অভিযোগ আর মিথ্যাচার করতেই যিনি অভ্যস্ত, তিনি কীভাবে বিধানসভায় তথ্য-সম্বলিত বক্তব্য পেশ করবেন! বিরোধী দলনেতার বিভ্রান্তিকর প্রশ্নের উত্তরে বিদ্যুৎ মন্ত্রীর (Aroop Biswas) জবাবে আর কথা বাড়ানোর দিকে এগোয়নি বিরোধী দলনেতা। বাংলায় বিদ্যুতের দাম বাড়েনি। কেন্দ্রের অসহযোগিতার জন্য কয়লা পাওয়া যাচ্ছে না। বেশি দামে কিনতে হচ্ছে। বিরোধী দলনেতার কাছে সম্পূর্ণ তথ্য নেই। এভাবেই শুক্রবার বিধানসভায় বিজেপিকে ধুয়ে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এক পয়সাও বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বরং বিজেপি-শাসিত রাজ্যে দাম বেড়েছে। এর আগে বাম আমলে টানা লোডশেডিং সত্ত্বেও দাম বাড়ানো হতো। মা-মাটি-মানুষের সরকার আসার পর সেই যন্ত্রণা আর নেই।
আরও পড়ুন- ৩২,৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ হচ্ছে রাজ্যে