শনিবার থেকেই পরিস্থিতির উন্নতি, রাজ্যে কমবে বৃষ্টি

Must read

প্রতিবেদন : টানা ভারী বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। পূর্বাভাস মিলিয়ে একটানা বৃষ্টি চলছে। তবে শনিবার থেকে কিছুটা স্বাভাবিক হবে পরিস্থিতি। এই বর্ষায় দক্ষিণে রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। তা প্রায় ৪২ শতাংশ। অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে সেই ঘাটতি অনেকটাই মিটতে পারে বলে পূর্বাভাস। এদিকে, উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৪৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি বছরে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম এবং মুর্শিদাবাদে। শুক্রবার ভারী বৃষ্টি চলেছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rainfall) হতে পারে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় দৃশ্যমানতা কমতে পারে। শনিবার থেকে কিছুটা উন্নতি হতে পারে পরিস্থিতির। কমতে পারে বৃষ্টিপাত। তবে অগাস্ট মাস জুড়ে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। শুরু হয়েছে বৃষ্টিপাত। দিন এবং রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

আরও পড়ুন- বিদ্যুতের দাম বাড়েনি রাজ্যে, বিধানসভায় বললেন অরূপ

Latest article