প্রতিবেদন : আনোয়ার আলি ইস্যুতে (Anwar Controversy) শুক্রবার ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির (পিএসসি) বৈঠক। সেখানে ভার্চুয়ালি দু’পক্ষের বক্তব্য শুনলেন পিএসসি-র সদস্যরা। মোহনবাগানের তরফে শুনানিতে ছিলেন সিইও বিনয় চোপড়া এবং ক্লাবের আইনজীবীরা। দিল্লি থেকে শুনানিতে অংশ নেন আনোয়ার ও তাঁর আইনজীবীরা। মোহনবাগানের তরফে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে জানানো হয়েছে, তারা এআইএফএফ-র নিয়মের মধ্যে থেকেই আনোয়ারকে দীর্ঘমেয়াদি লোন-চুক্তিতে সই করিয়েছে। আনোয়ার (Anwar Controversy) যে কোনও ক্লাবে খেলতেই পারেন। তার জন্য ফেডারেশনের নিয়ম মেনে এগোতে হবে। অন্যদিকে, ফিফার নিয়ম দেখিয়ে আনোয়ারের তরফে পিএসসি-র কাছে চুক্তি বাতিলের সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে। ফেডারেশনের এক কর্তা ফোনে বলেছেন, ‘‘আনোয়ার আলি ইস্যুতে সঠিক এবং আইনসঙ্গত সিদ্ধান্তই নেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। দু’পক্ষের বক্তব্য শোনা হয়েছে। পিএসসি দু’একদিনের মধ্যেই তাদের রায় জানাবে।’’ এদিকে, ডুরান্ড কাপকে সামনে রেখে মোহনবাগনের অনুশীলন চলছে জোরকদমে। ৮ অগাস্ট ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে সেরা দল নামাতে পারেন কোচ জোসে মোলিনা।
আরও পড়ুন- ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা অনুদান ‘খেলা হবে দিবস’-এ