প্যারিস, ২ অগাস্ট : লিঙ্গ-বিতর্কে উত্তাল অলিম্পিক। বক্সিং রিংয়ে নেমে মাত্র ৪৬ সেকেন্ডে জয় পেয়েছেন আলজেরিয়ার ইমন খেলিফ (Imane Khelif)। এই সময়ের মধ্যেই লড়াই ছেড়ে নাম প্রত্যাহার করে নেন ইতালির মহিলা বক্সার অ্যাঞ্জেলা কারিনি। তিনি জানান, প্রতিপক্ষের কাছ থেকে এমন জোরে আঘাত কখনও পাননি। রিং ছাড়ার সময় খেলিফের ঘুষিতে কারিনির নাক থেকে রক্ত ঝরছিল। ইতালির বক্সার রিং ছেড়ে বেরিয়ে যাওয়ায় শুরু হয় নতুন বিতর্ক। প্রবল সমালোচনার মুখে পড়েন আলজেরিয়ার বক্সার খেলিফ। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অন্যদিকে, কারিনিকে সান্ত্বনা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত বছর বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদকের ম্যাচের আগে বহিষ্কার করা হয়েছিল খেলিফকে। এক্স ওয়াই ক্রোমোজোমের অ্যাথলিটরা মেয়েদের প্রতিযোগিতায় নামতে পারবেন না, এই যুক্তিতে আলজেরিয়ার বক্সারকে বাদ দেওয়া হয়। কিন্তু প্যারিস অলিম্পিকের আয়োজক আইওসি। তারা খেলিফকে (Imane Khelif) গেমসে নামার ছাড়পত্র দিয়েছিল। তাই খেলিফের পাশে দাঁড়িয়েই বিবৃতি দিয়েছে আইওসি।