নিয়ম মেনেই শিল্পগোষ্ঠীকে জমি

কত একর জমির জন্য কোন কোম্পানির থেকে সরকার কত টাকা পেয়েছে, সেই সমস্ত তথ্য প্রকাশ্যে তুলে ধরলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : গড়বেতায় শিল্পাঞ্চলের জন্য জমি দেওয়া নিয়ে সরকারের নামে বিভ্রান্তিমূলক কুৎসা রটাচ্ছে বিরোধীরা। আর বিরোধীদের প্ররোচনায় ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে একাংশের সংবাদমাধ্যম। একেবারে তথ্য তুলে ধরে বিরোধীদের সেই অপপ্রচার উড়িয়ে দিল রাজ্য সরকার। কত একর জমির জন্য কোন কোম্পানির থেকে সরকার কত টাকা পেয়েছে, সেই সমস্ত তথ্য প্রকাশ্যে তুলে ধরলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-বোসো এই কাব্যের পাশে

শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বেরি অ্যালয়েজ লিমিটেড ও ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি যথাক্রমে ২৪২.৪৩ একর এবং ৭৫.৬২ একর জমির ডিড রেজিস্ট্রেশন পেয়েছে। রাজ্য সরকার সম্পূর্ণ উচিত মূল্যে আইজিআর-এর নির্ধারিত দর অনুযায়ী এই জমির ব্যবস্থা করেছে। ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থা জমির জন্য ৩০ কোটি ৪৬ লক্ষ ৫০ হাজার কোটি টাকা দিয়েছে। বেরি অ্যালয়েজ সংস্থা দিয়েছে ১২ কোটি ১৮ লক্ষ ৬০ হাজার টাকা। গড়বেতায় শিল্পাঞ্চলের জন্য জমির বন্দোবস্ত করা জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা পর্যন্ত। তাই রাজ্য সরকারের তরফে তথ্যের খতিয়ান তুলে ধরল নবান্ন।

Latest article