দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-নিয়ম মেনেই শিল্পগোষ্ঠীকে জমি

মেয়েটা

ছোট্ট মেয়েটা হারিয়ে গেলো
বেরিয়েছিলো ভাইয়ের হাত ধরে
রাস-এর মেলা দেখবে বলে।

ছোট্ট-ছোট্ট পুতুল কিনে
ভাই-বোনে তা চলেছে গুনে,
হঠাৎ করে এক দাঙ্গা হলো
দুজনে দুদিকে ছিটিয়ে গেলো।

ছোট্ট মেয়েটি পুতুল নিয়ে
আশ্রয় নেয় এক দোকানস্থলে
ভাইয়ের নামে কান্নাকাটি করে
দেখা না পেয়ে সে কেঁদেই চলে।

সবাই যে যার ঘরে চলে যায়
ছোট্ট মেয়েটা করে হায় হায়,
তার আস্তে আস্তে রাত বাড়তে থাকে
একজনে তাকে ইশারায় ডাকে।

ইশারা শুনে সে চলতে থাকে
কোন এক এঁদো গলির দিকে,
পড়ে গিয়ে সে অজানা খপ্পরে
ভাবতে থাকে কবে সে ঘরে ফেরে?

কয়েক বছর পেরিয়ে যায়
ছোট্ট মেয়েটা বড় হয়ে যায়,
ভাবে সে নূতন ঘর বাঁধবে
এলো আঁধার, সে যে শৃঙ্খলে বাঁধা।

শুরু হলো তার নূতন জীবন
নিষিদ্ধ পল্লীর কারাগারে বন্ধন
জীবন-বিতৃষ্ণায় শুরু হয় ক্রন্দন
জীবন বিকিয়ে বৃথা জীবন স্পন্দন।

মনোমাঝারে মন সমুদ্র উত্তাল
না আছে তার ইহকাল পরকাল,
মানিয়ে নিতে পারে না সংসার বেতাল
ছেড়ে দেয় সে জীবনের হাল।

নিজেকে সে ভাবে কলুষিত আঁধা
শরীরটা তার নিষ্পাপ অথচ বাঁধা,
গৃহকর্ত্রীর নিকট সে মুক্তি চায়
মুক্তি পায় না, গৃহকর্ত্রী শাসায়।

এ জীবন আর সহ্য হয় না
সে জানে কেউ তাকে বাঁচাবে না।
কিন্তু সে চায় মুক্তির আনন্দ
মা গঙ্গার বক্ষে সমর্পিত দেহানন্দ।

Latest article