আজ, রবিবার থেকে ‘মা উড়ালপুলে (Maa Flyover) কার্যকর হতে চলেছে নয়া নির্দেশিকা। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকা স্পষ্ট, ট্রাফিক নিয়ে আরও কড়া হচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এদিনের এই নির্দেশিকায় বলা আছে রক্ষণাবেক্ষণের অভাবে যদি কোন গাড়ি খারাপ হয়ে যায় মা উড়ালপুলে তাহলে দিতে হবে মোটা টাকার জরিমানা। খুব প্রয়োজন ছাড়া ফ্লাইওভারে গাড়ি দাঁড় করানো যাবে না। রাজ্যের সব থেকে ব্যস্ততম ফ্লাইওভার হল ‘মা’। তাই এখানে কোনওরকম যানজট সামলাতে কলকাতা ট্র্যাফিক পুলিশ রীতিমত হিমশিম খেয়ে যায়। তাই এবার নতুন নিয়ম চালু করা হচ্ছে। এজেসি বোস রোডের ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর করা হবে। এই উড়ালপুলে যানজট হলে কমপক্ষে একঘণ্টা আটকে যায় আচার্য প্রফুল্লচন্দ্র রোড, মা উড়ালপুল, পার্ক সার্কাস থেকে শুরু করে ইএম বাইপাস। সবথেকে সমস্যার সম্মুখীন হতে হয় অফিস বা স্কুলের সময়।
আরও পড়ুন-রাজ্যের বারণ উপেক্ষা করেই আরও ১.২০ লক্ষ কিউসেক জল ছাড়বে ডিভিসি
সাধারণ মানুষের সমস্যা মেটাতেই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশ নিজেদের এক্স হ্যান্ডেলে এই নির্দেশিকা দিয়ে জানিয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে মা উড়ালপুলে গাড়ি খারাপ হোক বা কোন পথ দুর্ঘটনা, উড়ালপুলে গাড়ি থামিয়ে কোনরকম অনিয়ম চলবে না। নিয়ম ভাঙলে গুনতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। মোটরযান আইনের ১৯০ (১) ধারা অনুযায়ী, এই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা বা তার বেশি জরিমানা দিতে হতে পারে।