ভোপালে ধর্মীয় অনুষ্ঠানে বাড়ির দেওয়াল ভেঙে মৃত ৯ শিশু

প্রসঙ্গত, গতকাল মধ্যপ্রদেশের রেওয়া জেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বাড়ির দেওয়াল ভেঙে ৪ শিশুর মৃত্যু হয়েছে।

Must read

আজ, রবিবার সকালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর জেলায় শাহপুরে হরদায়ুল বাবা মন্দিরের সামনে একটি অনুষ্ঠানের জন্য পরিবারের সঙ্গে উপস্থিত হয়েছিল বেশ কয়েকটি শিশু। সেইসময়ই হঠাৎ দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল ৯ শিশুর। আহত আরও কয়েকজন। দ্রুত আহত শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। স্থানীয় বাসিন্দাদের যথেষ্ট ভিড় ছিল সেখানে এবং মন্দিরের সামনে নিজেদের মত শিশুরা শিবলিঙ্গ বানাচ্ছিল। হঠাৎ করেই মন্দিরের পাশের একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে শিশুদের উপর। বাসিন্দাদের তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে ৯ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শিশুগুলির বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। এদিন ৫০ বছরের পুরনো একটি বাড়ির দেওয়াল তাদের ওপর ভেঙে পড়ে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে দেওয়ালটি ভেঙে পড়ে।

আরও পড়ুন-বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ভস্মীভূত তিনটি কামরা

সরকারের তরফে মৃত শিশুদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত, গতকাল মধ্যপ্রদেশের রেওয়া জেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বাড়ির দেওয়াল ভেঙে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, এই বছরে বৃষ্টির ফলে দুর্ঘটনার জেরে মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ২০০ জনের মৃত্যু হয়েছে। ২০৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৪০৩টি বাড়ি।

Latest article