ম্যানমেড বন্যা, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ফোন করলেন হেমন্ত সোরেনকে

গা-জোয়ারি অব্যাহত ডিভিসি-র (DVC)। নবান্নের আপত্তি সত্ত্বেও জল ছেড়ে বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত করল ডিভিসি।

Must read

প্রতিবেদন : গা-জোয়ারি অব্যাহত ডিভিসি-র (DVC)। নবান্নের আপত্তি সত্ত্বেও জল ছেড়ে বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত করল ডিভিসি। রবিবার সকালে আবার জল ছাড়া হল ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার থেকে। পরপর দু’দিন জল ছাড়ার ফলে প্লাবিত হচ্ছে বাংলার দক্ষিণের একের পর এক জেলা। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সরাসরি ফোন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন উভয়ের মধ্যে কী কথা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন-যোগীরাজ্যে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত সাত, আহত কমপক্ষে ২৫

শনিবারই নবান্নে রাজ্যকে না জানিয়ে ডিভিসি-র জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তার পরেও মাইথন জলাধার থেকে ৬ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক অর্থাৎ মোট ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার থেকে শনিবার দেড় লক্ষ কিউসেক এবং রবিবার সকালে ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল পাঞ্চেত জলাধারে পৌঁছনোয় বাড়তি জল ছাড়তে হয়েছে বলে সাফাই ডিভিসি-র। ফের নতুন করে বৃষ্টি শুরু হলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে রাজ্যের সেচ দফতর। এই পরিস্থিতিতে হেমন্ত সোরেনকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গ্রেফতার হওয়ার পরেও বাংলার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনার সঙ্গে কথা বলেছিলেন। এবার জল ছাড়া নিয়ে হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছি। তেনুঘাট থেকে হঠাৎ বিপুল পরিমাণ জল ছাড়া ও বন্যা-পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমি তাঁকে বলেছি, ঝাড়খণ্ডের জল বাংলাকে প্লাবিত করছে। অনুগ্রহ করে এই বিষয়টি দেখুন। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং উত্তর ও দক্ষিণের সমস্ত জেলাশাসকের সঙ্গে কথা বলেছি। তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছি। আগামী ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে এবং কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার ব্যবস্থা নিতে বলেছি।

 

Latest article