পঞ্চায়েত ভোট, বিজেপির নোংরা খেলা, অভিষেকের দ্বারস্থ সুস্মিতা

অসমে নানা ছলে বলে কৌশলে ক্ষমতা দল করে রেখেছে বিজেপি। এনআরসির নামে ভূমিপুত্রদেরই বিদেশি বলে ক্যাম্পে আটকে রেখেছে।

Must read

মণীশ কীর্তনিয়া: অসমের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ফের বিভাজনের খেলায় নামছে বিজেপি। সে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে সুকৌশলে ধর্মের ভিত্তিতে ডিলিমিটেশন করেছিল, এবারেও পঞ্চায়েত নির্বাচনের আগে সেপথে হাঁটতে চলেছে অসম বিজেপি। সম্প্রদায়িক লাইনে হেঁটেই পঞ্চায়েতকেন্দ্রিক ডিলিমিটেশন সেরে ফেলতে চায় বিজেপি। এর তীব্র বিরোধিতা করে অসমে প্রতিবাদের ঝড় তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস। সংসদ শেষ হলে এ-বিষয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টি জানাবেন সাংসদ সুস্মিতা দেব।

আরও পড়ুন-লন্ডভন্ড ওয়েনাড়, পশুদের প্রাণ বাঁচাতে বিশেষ কন্ট্রোল রুম

অসমে নানা ছলে বলে কৌশলে ক্ষমতা দল করে রেখেছে বিজেপি। এনআরসির নামে ভূমিপুত্রদেরই বিদেশি বলে ক্যাম্পে আটকে রেখেছে। এর মধ্যে কয়েক লক্ষ বাঙালিও আছে। নিজ ভূমে পরবাসী হয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের। একই সঙ্গে সংখ্যালঘু এলাকাতেও নিজেদের দাপট বাড়াতে ডিলিমিটেশনের চতুর খেলা শুরু করেছে বিজেপি। চলতি বছরে ডিসেম্বর নাগাদ অসমের পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তার আগে গোটা অসম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই এখন থেকেই তোড়জোড় শুরু করেছে বিজেপি। সন্ত্রাস করে, ডিলিমিটেশনের মারপ্যাঁচে সে-রাজ্যের সংখ্যালঘুদের একটা জায়গায় আবদ্ধ করে রাখতে চাইছে বিজেপি। কিন্তু এর বিরুদ্ধে গর্জে উঠবে অসম তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে সেখানে প্রার্থী দেওয়া হবে কি না বা দিলেও কীভাবে কত প্রার্থী দেওয়া হবে সেসব নিয়েও শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন সুস্মিতা দেব।

Latest article