প্যারিস, ৪ অগাস্ট : ভারতের প্রথম পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অলিম্পিকের সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু ফাইনালে উঠতে ব্যর্থ লক্ষ্য সেন। রবিবার বিশ্বের দু’নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে লড়াই করেও, ২০-২২, ১৪-২১ গেমে হেরে গেলেন বছর বাইশের লক্ষ্য। অথচ দু’টি গেমেই একটা সময় তারকা প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে দিয়েছিলেন ভারতীয় শাটলার। কিন্তু ফোকাস হারিয়ে শেষরক্ষা করতে পারলেন না।
আরও পড়ুন-প্যারিসে ব্যাডমিন্টন ও বক্সিংয়ের ব্যর্থতার দিনে মুখরক্ষা হকিতে, রুদ্ধশ্বাস জয়ে শেষ চারে ভারত
তবে এখনও পদক জয়ের সুযোগ রয়েছে লক্ষ্যের সামনে। সোমবার ব্রোঞ্জ পদকের ম্যাচে তাঁর প্রতিপক্ষ মালয়েশিয়ার জি জিয়া লি। ম্যাচটা জিততে পারলে, সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধুর পর তৃতীয় ভারতীয় শাটলার তথা প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসাবে অলিম্পিকে পদক জিতবেন লক্ষ্য।
অ্যাক্সেলসেনের বিরুদ্ধে সরাসরি গেমে হারলেও, শুরুটা দারুণ করেছিলেন লক্ষ্য। প্রথম গেমে তো একটা সময় ১৮-১৩ পয়েন্টে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই ফোকাস হারিয়ে বসেন। আর সেই সুযোগে ঘুরে দাঁড়ান অ্যাক্সেলসেন। একটার পর একটা পয়েন্ট জিতে ২২-২০ ফলে প্রথম গেম জিতে নেন তিনি। দ্বিতীয় গেমেও শুরুটা দুর্দান্তভাবে করে ৭-০ পয়েন্টে লিড নেন লক্ষ্য। কিন্তু এবারও সেই একই ঘটনার পুরনাবৃত্তি! পরপর আনফোর্সড এরর করে প্রতিপক্ষকে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেন লক্ষ্য। ম্যাচের পর লক্ষ্যকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অ্যাক্সেলসেন। তিনি বলেন, ‘‘লক্ষ্য দারুণ প্রতিভাবান। ও ম্যাচটা জিততেও পারত। আমার তো মনে হয়, পরের অলিম্পিকে লক্ষ্য সোনা জয়ের অন্যতম দাবিদার হবে।’’ আর লক্ষ্য বলছেন, ‘‘সেমিফাইনালের হার অতীত। আমার সামনে এখন একটাই ম্যাচ। সেটা হল ব্রোঞ্জ পদকের ম্যাচ। নিজের সেরাটা দিয়ে ওই ম্যাচটা জিততে চাই।’’