দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই অখিল গিরিকে (Akhil Giri) মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশেই সোমবার দুপুরেই পদত্যাগ করলেন অখিল।
রবিবার অখিলকে বন দফতরের ওই মহিলা অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। অখিলের (Akhil Giri) আচরণে ব্যাপক ক্ষুব্ধ নেতৃত্ব। নেত্রীর পাশাপাশি এই ঘটনায় ক্ষুব্ধ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অখিলের এই ধরনের বেয়াড়া আচরণ কোনওভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- অভিবাসন বিরোধী আন্দোলনে উত্তপ্ত ব্রিটেন, গ্রেফতার প্রায় ১০০
আজ পদত্যাগ পত্র জমা দিয়ে অখিল বলেন, “দল আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি তা মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেছি। “