কানওয়ার যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৯ পুণ্যার্থীর

Must read

কানওয়ার যাত্রায় (Kanwar yatra) গাড়ির সঙ্গে ওভারহেড তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৯ জন পুণ্যার্থীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে। সূত্রের খবর, পুণ্যার্থীদের গাড়ির উচ্চতা বেশি থাকার কারণেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বিহারের হাজিপুরের ঘটনা‌। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানওয়ার যাত্রা নিয়ে দেশের একাধিক প্রান্তে বিতর্কের মাঝেই এমন ঘটনা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন-ক্ষুব্ধ নেত্রীর নির্দেশেই পদত্যাগ অখিল গিরির

সূত্রের খবর, সোনপুর পহলেজা ঘাট থেকে রবিবার ফেরার পথেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। পুণ্যার্থীদের গাড়ি এদিন রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোষ্টে সজোরে ধাক্কা মারে। সেই সময়েই গাড়ির উপরের অংশ বিদ্যুতের তারের সংস্পর্শে এলেই মুহূর্তে ঘটে যায় দুর্ঘটনা। ঘটনার (Kanwar yatra) তদন্ত শুরু করেছে পুলিশ।

বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে গত ২২ জুলাই থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা। প্রতি বছর এই সময়ে গ্রাম থেকে গঙ্গার জল নিয়ে পুণ্যার্থীরা সোনপুর পহলেজায় শিবের মাথায় ঢালতে যান।

Latest article