প্রতিবেদন : ডিভিসির বিভিন্ন জলাধার থেকে ছাড়া জল মঙ্গলবার সকালের মধ্যেই পৌঁছে যাবে এই রাজ্যের তিন জেলাতে। এই নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একইসঙ্গে রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং সমস্ত আধিকারিকদের সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন তিনি। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ফোনে কথা বলেন। প্লাবনজনিত পরিস্থিতির মোকাবিলায় সব রকম প্রস্তুতি রাখার তিনি নির্দেশ দেন। সংশ্লিষ্ট জেলার সমস্ত বিধায়ককে এই মর্মে কড়া নজরদারি ও জলের গতিবিধির উপর সদাসতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার নদীতে কোটাল রয়েছে। গঙ্গার জল বাড়ছে। উদ্ধার ও ত্রাণের কাজে সাহায্যের জন্য ইতিমধ্যেই জানানো হয়েছে। উল্লেখ্য, তেনুঘাট সবচেয়ে বেশি জল ছেড়েছে। পাশাপাশি মাইথন ও পাঞ্চেত থেকেও বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়া হয়েছে। মন্ত্রী ও বিধায়কদের এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সকাল আটটা নাগাদ জল পৌঁছবে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে, হুগলি জেলার আরামবাগ ও খানাকুল, পূর্ব মেদিনীপুরের ঘাটালে। তিন জেলাকে বিশেষ ভাবে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
আরও পড়ুন- ওবিসি মামলা: রাজ্য শাসন করতে চাইছে আদালত! সওয়াল রাজ্যের আইনজীবীর