প্রতিবেদন : ইস্তফা দিলেন অখিল গিরি। দলের সিদ্ধান্ত মেনেই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সোমবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন অখিল। এদিন বিধানসভায় দাঁড়িয়ে সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, অখিল গিরি ইস্তফা পাঠিয়ে দিয়েছেন। আমি গ্রহণ করেছি। বনদফতরের এক মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে তাঁকে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেন অখিল গিরি। একজন মন্ত্রী হয়ে তাঁর এই আচরণের তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস। গোটা বিষয়টি খতিয়ে দেখে দলের শীর্ষ নেতৃত্ব। তারপরই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মাধ্যমে অখিলকে পদত্যাগের কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একইসঙ্গে তাঁকে বনদফতরের ওই মহিলা অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। তৃণমূল কংগ্রেস কোনওভাবেই অখিলের এই ধরনের আচরণ বরদাস্ত করবে না। সোমবার দলের নির্দেশ মেনেই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠান অখিল গিরি।
আরও পড়ুন- বন্যা-পরিস্থিতি : উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর, নজরদারির নির্দেশ