প্রতিবেদন : টালিগঞ্জ অগ্রগামীর পর এবার ইস্টার্ন রেল। কলকাতা লিগে আরও একটা ম্যাচ ৫-০ গোলে জিতল মোহনবাগান। টালিগঞ্জের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সুহেল ভাট। সোমবার হ্যাটট্রিক করলেন বাগানের আরেক তরুণ তুর্কি সালাউদ্দিন। মরশুমের শুরুটা ভাল হয়নি মোহনবাগানের। তবে লিগ যত গড়াচ্ছে, ততই চেনা ফর্মে ফিরছে সবুজ-মেরুন জার্সি। এদিন নিজের সেরা স্ট্রাইকার সুহেলকে বিশ্রাম দিয়েছিলেন মোহনবাগান কোচ। তাতেও অবশ্য দলের বড় ব্যবধানে জয় আটকায়নি।
আরও পড়ুন-অখিল গিরির ইস্তফা গ্রহণ করেছি, জানালেন মুখ্যমন্ত্রী
একটা সময় ছিল, যখন কলকাতা লিগে বড় ক্লাবগুলোর রাতের ঘুম কেড়ে নিত ইস্টার্ন রেল। কিন্তু সেই সব দিন এখন অতীত। এদিন প্রথমার্ধে তাও কিছুটা লড়াই করেছিলেন রেলের ফুটবলাররা। কিন্তু ফারদিন আলি মোল্লার প্রথম গোলের পরেই রেলেও যাবতীয় প্রতিরোধ তাসের ঘরের মতোই ভেঙে পড়ে। ডানদিক থেকে অসাধারণ গড়ানে ক্রস বাড়িয়েছিলেন মোহনবাগানের টাইসন। চলতি বলেই ফারদিনের শট কোনওরকমে আটকে দিয়েছিলেন ইস্টার্ন রেলের গোলকিপার। কিন্তু ফিরতি বল পেয়ে জটলার মধ্যে থেকে গোল করে যান ফারদিন।
আরও পড়ুন-এই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরে!
বিরতির পর বিপক্ষের উপর আরও চার-চারটি গোল চাপিয়ে দেয় মোহনবাগান। ডান দিক থেকে বাড়ানো পাস ধরে আগুয়ান বিপক্ষ গোলকিপারকে ফাঁকি দিয়ে ২-০ করেন সালাউদ্দিন। সামান্য পরেই পেনাল্টি থেকে ৩-০ করেন রাজ বাসফোর। এরপর আরও দু’টি গোল করে ব্যক্তিগত হ্যাটট্রিক সম্পূর্ণ করার পাশাপাশি দলের ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন সালাউদ্দিন।