নীরজ আজ অলিম্পিক অভিযানে

চলতি অলিম্পিকে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে তিনটি ব্রোঞ্জ পদক। এবার নীরজের কাছে সোনার প্রত্যাশায় রয়েছে গোটা ভারত।

Must read

প্যারিস, ৫ অগাস্ট : প্রতীক্ষার অবদান। মঙ্গলবার প্যারিস অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ। তার পর একটার পর একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে একের পর এক সাফল্য পেয়েছে। এবার তাঁর সামনে আরও একটা অলিম্পিক সোনা জয়ের হাতছানি।

আরও পড়ুন-সালাউদ্দিনের হ্যাটট্রিক, বড় জয় মোহনবাগানের

মঙ্গলবার ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ শুরু হবে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড। নীরজ যেহেতু গ্রুপ ‘বি’-তে রয়েছেন, তাই তাঁর ইভেন্ট শুরু হবে ভারতীয় সময় বেলা তিনটে নাগাদ। নীরজ ছাড়াও আরেক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনাও অংশ নেবেন কোয়ালিফিকেশন রাউন্ডে। জ্যাভলিনের ফাইনাল রাউন্ড হবে বৃহস্পতিবার (৮ অগাস্ট)। ভারতীয় সময় রাত ১১.৫৫ মিনিটে।
২৬ বছর বয়সী নীরজ নিজের অলিম্পিক সোনার দখল রাখার জন্য মরিয়া। বাকি ভারতীয় ক্রীড়াবিদরা উদ্বোধনী অনুষ্ঠানের আগেই পৌঁছে গেলেও, নীরজ প্যারিসে এসেছেন কয়েকটা দিন পর। কারণ তিনি তুরস্কে ব্যক্তিগত কোচিং স্টাফদের সঙ্গে অলিম্পিকের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। চলতি অলিম্পিকে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে তিনটি ব্রোঞ্জ পদক। এবার নীরজের কাছে সোনার প্রত্যাশায় রয়েছে গোটা ভারত।
এদিকে, বড় ঘোষণা করেছে একটি অনলাইন ভিসা আবেদনের প্ল্যাটফর্ম। ওই সংস্থার সিইও এক বিবৃতিতে জানিয়েছেন, নীরজ যদি প্যারিসেও সোনা জিততে পারে, তাহলে আমরা আমাদের প্রতিটি গ্রাহককে ফ্রি ভিসা দেব। সব মিলিয়ে পাহাড়প্রমাণ প্রত্যাশার চাপ নিয়েই প্যারিসে নামছেন নীরজ।

Latest article