প্রতিবেদন : শ্রমিকদের প্রতি কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। এই বঞ্চনার প্রতিবাদে লাগাতার লড়াই করছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে ফের ময়দানে নামল আইএনটিটিইউসি।
আরও পড়ুন-চার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান, বাড়বে সরকারি প্রকল্পের সুযোগ
মঙ্গলবার ডালহৌসি টেলিফোন ভবনের বিপরীতে কলকাতা উত্তরের আইএনটিটিইউসির উদ্যোগে হল প্রতিবাদ সভা। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউিসর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসির উত্তর কলকাতার সভাপতি তথা পুরসভার এমআইসি স্বপন সমাদ্দার। এই প্রতিবাদ সভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় টেলিকম সংস্থা একপ্রকার ধ্বংস করে ফেলছে মোদি সরকার। ঠিকা শ্রমিকদের ভবিষ্যৎ কী? কেন অনৈতিক ছাঁটাই? কেনই বা বেতন হ্রাস এসবেরই উত্তর দিতে হবে। কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়তে হবে।
মন্ত্রী মলয় ঘটক বলেন, কেন্দ্রীয় সরকার বিএসএনএলের কর্মীদের বঞ্চনা করছে। সব থেকে বঞ্চিত ঠিকা শ্রমিকরা। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কেন্দ্রের অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়াব।