সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: লোকসভার অধিবেশন শেষ হওয়ার আগেই পরবর্তী পদক্ষেপ স্থির করতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোটের শীর্ষনেতৃত্ব। চলতি সপ্তাহেই শেষ হতে পারে সংসদের অধিবেশন৷ তার পরে কোন পথে এগোবে ইন্ডিয়া জোট, তার আগে সংসদের অধিবেশনের শেষ লগ্নেই বা কীভাবে আক্রমণে যাবে বিরোধী শিবির, তার রূপরেখা তৈরির উদ্দেশ্যে এবার বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা৷ সংসদীয় সূত্রের খবর, বৃহষ্পতিবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে আয়োজিত হতে পারে এই বৈঠক, যেখানে চলতি সংসদীয় অধিবেশনের শেষ লগ্নের রণকৌশল তৈরির পাশাপাশি আগামীর স্ট্র্যাটেজি স্থির করবে ইন্ডিয়া জোট৷ এর পাশাপাশি বুধবার দিল্লিতে বৈঠকে বসতে পারেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস নেতা, লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও৷
আরও পড়ুন-জবকার্ড বাতিল, শীর্ষে বিজেপি শাসিত বিহার
ইতিমধ্যেই উদ্ধব ঠাকরে দিল্লি এসে গেছেন৷ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দিল্লির বাসভবনেই হতে পারে এই বৈঠক, দাবি সূত্রের৷
উল্লেখ্য, ইতিমধ্যেই বিমা এবং স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছে বিরোধী শিবির৷ তৃণমূল কংগ্রেসের দেখানো পথেই শুরু হয়েছে এই আন্দোলন৷ মঙ্গলবারই নতুন সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধী শিবিরের প্রথম সারির সাংসদরা, যেখানে অবিলম্বে বিমা, স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে সমস্বরে৷ এর পরে কোন পথে এগোনো হবে তার রূপরেখা স্থির করার জন্যই তাঁরা বৈঠকে বসবেন শীঘ্রই, মঙ্গলবার নয়াদিল্লিতে জানিয়েছেন বিরোধী শিবিরের এক প্রথম সারির নেতা৷