সংবাদদাতা, সিউড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন, তা রাখেন। দলমত ফারাক করেন না। বীরভূমের ১১ বিধানসভার মধ্যে একমাত্র দুবরাজপুর বিজেপির দখলে। আর সেখানেই হচ্ছে নতুন দমকলকেন্দ্র। শুভ উদ্বোধনের অপেক্ষা, জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুন- নতুন করে সেজে উঠছে সতীপীঠ মা নন্দীকেশরী, মুখ্যমন্ত্রী দিয়েছেন এক কোটি টাকা
মঙ্গলবার তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে মন্ত্রী বলেন, শুধু দুবরাজপুর নয়, বীরভূমের আরও ছ’টি বিধানসভা এলাকা— নলহাটি, তারাপীঠ, লাভপুর, মুরারই ও ভবিষ্যতে নানুর এবং ময়ূরেশ্বরেও দমকল কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বীরভূমে আরও দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। সেই সময় তিনি দুবরাজপুরের নামও বলেন। তখনও জানতেন না, দুবরাজপুরে তৃণমূল ক্ষমতায় আসবে না। ক্ষমতায় না এলেও দমকলকেন্দ্র গড়ে তুলে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তিনি সবার মুখ্যমন্ত্রী, দলমত দেখেন না। যা প্রতিশ্রুতি দেন, অক্ষরে অক্ষরে পালন করেন। দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে বলেছেন, মানুষের উন্নয়নে সর্বাত্মক স্বার্থে তিনি কখনওই রাজনৈতিক রঙ দেখেন না। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দমকল কেন্দ্রটি গড়ে তুলতে প্রায় ১০ কোটি টাকার মতো খরচা হয়েছে। এর ফলে খয়রাশোল, হজরতপুর, লোকপুর, কাঁকরতলা, পাঁচরা, বাবুইজোড় সহ আরও প্রায় ছোট-বড় ২০০টি গ্রাম উপকৃত হবে।