গোয়ায় হবে বাংলা মডেল, ঘোষণা ফালেরিওর

Must read

পানাজি : বাংলা থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন পেশ করেছেন তিনি। জয় সুনিশ্চিত। বৃহস্পতিবার গোয়ায় আত্মবিশ্বাসী লুই জিনহো ফালেরিও বললেন, আমরা গোয়ায় বাংলা মডেল চাই। গুজরাত মডেল নয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন গোয়ায় চাই। এদিন কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগলেন। বললেন, কংগ্রেস দলটা বিধায়ক বেচার হোলসেলার৷ বিজেপির কাছে অন্তত ১৬ জন বিধায়ককে কংগ্রেস বিক্রি করেছে। গোয়ার মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছিল। বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল। কিন্তু গোয়ার মানুষের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস। এখন ওরা নীতিকথা শেখাচ্ছে। ভোট সামনে, আবার মাঠে নেমে পড়েছে। ওদের কোনও অধিকার নেই গোয়াবাসীর কাছে ভোট চাওয়ার।

আরও পড়ুন : CM at Howrah : ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান, হাওড়ায় বিপুল কর্মকান্ড প্রকাশ মুখ্যমন্ত্রীর

সংসদে গিয়ে তিনি যে গোয়ার মানুষদের দুর্দশার কথা তুলে ধরবেন, বিজেপির সরকার গোয়ার জন্য যে আসলে কিছুই করেনি তাও জানাবেন দেশবাসীকে। রাজ্যসভার সাংসদ পদ যে তাঁর কাছে রিটায়ারমেন্ট বেনিফিট নয় তাও জোর গলায় জানিয়েছেন ফালেরিও। তৃণমূল কংগ্রেস কেন গোয়ায় আসছে তা নিয়ে অনেকে অনেক কিছু বলছে। ফালেরিও বলেন, তৃণমূল কংগ্রেস গোয়ায় ভোট ভাগ করতে নয়, গোয়ার মানুষের অধিকারের জন্য লড়াই করবে। জিতবে। সংসদেও এই অধিকারের কথা বলবেন তৃণমূল কংগ্রেসের সব সাংসদই। আমি এখন আর একা নই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হবে। এদিন গোয়ার পানাজির দলীয় দফতরে এভাবেই আক্রমণাত্মক ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি লুই জিনহো ফালেরিও।
গোয়ার খনি সংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের। গোয়ার বিজেপি সরকার এই সমস্যা সমাধানের কোনও উদ্যোগ নেয়নি। অভিযোগ গোয়া ফাউন্ডেশনের আন্দোলন কর্মী ক্লডি আলভারেজের। তিনি বলেন, গোয়ার খনি সমস্যা সমধানের কথা তৃণমূল কংগ্রেস বলেছে, এতে আমরা আশাবাদী। স্বাগত জানাচ্ছি।

আরও পড়ুন : Chief Minister Mamata Banerjee : দাবি আদায়ে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

তৃণমূল নেতা লিয়েন্ডার পেজ এদিন মাপুসা মার্কেটে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন।

এদিন গোয়ার প্রখ্যাত ব্যবসায়ী উইলবর ফ্রেডরিক টিকলো যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। লুই জিনহো ফালেরিওর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি।

Latest article