‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-জেল ভেঙে পালাল কুখ্যাত জঙ্গিরা, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭৫ ছাড়াল, ঘোলা জলে মাছ ধরছে সেনা!
নির্লজ্জ
তোমাদের মতো নির্লজ্জের
আমরা কোথায় রাখি
তোমাদের সব কেলেঙ্কারি
কী করে সবাই ঢাকি।।
তথাকথিত নিরপেক্ষ সংবাদকুল
বিশ্বায়নের দোলায় পরেছো দুল
ব্যবসা বাঁচাতে কিছু ব্যবসায়ী কুল
নিরপেক্ষতার নেই কোনো ভুল।।
নেইকো তোমার একূল ওকূল
কালো টাকায় মাথার চুল
বে-আইনি অর্থে নিজেরা পরেছো ফুল
গালগুলো একেবারে তুল তুল।।
গরীব মেরে হয়েছো ভূস্বামী
জমি কেলেঙ্কারিতে আছে তোমাদেরও জমি।
থামবে কবে বিষাদ ক্ষুধা গ্লানি?
বলো তো বন্ধু কোথায় থামি।।
শুনতে হবে এদের জ্ঞান
যারা কালো অর্থে বড় পরমান্নদাতা
জনগণের ব্রিফ নয়
এ ব্রিফ খুলবে কালো খাতা।।
এদের আবার বড় বড় কথা
যাদের প্রাণে নেই জনগণেরই ব্যথা
কোথায় ছিলে আজ কি হলে
কত মাইনে সংস্কার চলে।।
কলম হয়ে গেছে ভোঁতা
সরকার পুলিশের পাহারাদার।
ব্যবসা চালাতে ব্যবসায়িক ছুটি
প্রাসাদে মরা মানুষের হাড়।।
শুনতে হবে এদের জ্ঞান
শুনতে হবে এদের তর্জন
নিজেরাই জানে না সুরের তান
গর্জনে হবে না বর্ষণ।।