উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। অবশেষে বিশেষ বিমানে দেশে ফিরলেন ২০৫ ভারতীয়। বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরও উত্তাল বাংলাদেশ (Bangladesh)। এখনও পর্যন্ত ওপার বাংলায় আটকে রয়েছেন ১৯ হাজার ভারতীয়। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি ফেরে। সূত্রের খবর, বুধবারই দিল্লি-ঢাকা রুটে বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। ওই রুটে আপাতত প্রতিদিন মাত্র দু’টি উড়ান চালু থাকবে বলে খবর। এয়ার ইন্ডিয়া ছাড়াও বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা চালুর পথে হাঁটছে ভিস্তারা এবং ইন্ডিগো। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে দৈনিক কতগুলি উড়ান চালু থাকবে, তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না।
আরও পড়ুন-৬ বছর পর জেলমুক্তি খালেদার
সোমবারই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ হয়ে যায় ভারত থেকে বাংলাদেশগামী ট্রেন, বাস। ফলে দু’দেশেই আটকে পড়েন বহু নাগরিক। তবে মঙ্গলবার দুপুর থেকেই খুলে দেওয়া হয়েছে পেট্রাপোল, বেনাপোল, হিলিতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের স্থলবন্দরের গেট। বুধবার চালু হয়েছে বিমান পরিষেবাও। তবে বুধবার ২০৫ জন ভারতে ফিরলেও অগ্নিগর্ভ বাংলাদেশের অচলাবস্থা কবে কাটবে তা নিয়ে জল্পনা কাটছে না।