প্রতিবেদন : অবিলম্বে বিমা এবং স্বাস্থ্যবিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করুন— আরও একবার রাজ্যসভায় সোচ্চার হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান (Derek O’brien)৷ বুধবার সংসদের উচ্চকক্ষে বক্তব্য রাখতে গিয়ে ডেরেক (Derek O’brien) বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে চিঠি লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে, তারপরেও জিএসটি প্রত্যাহার করা হয়নি৷ এই ইস্যুতে আমরা ১৫টি রাজনৈতিক দল প্রতিবাদ করেছি, অনুরোধ জানিয়েছি, তারপরেও জিএসটি প্রত্যাহার করা হয়নি। আমরা সবাই জানি, জিএসটি কাউন্সিলে সরকারের সংখ্যাধিক্য আছে৷ এখানে ইগোর প্রশ্ন নেই৷ আগামী জিএসটি কাউন্সিল বৈঠকেই বিমা এবং স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করা হোক, এটাই কাম্য৷’ উল্লেখ্য, দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে প্রয়োজনে রাস্তায় নামার কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ইস্যুতে সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠিও লেখেন তিনি৷ তৃণমূল কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে এই ইস্যুতে সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভে শামিল হয় গোটা ইন্ডিয়া জোট৷
আরও পড়ুন- এবার গ্রামীণ এলাকায় ডেঙ্গু-ম্যালেরিয়া মোকাবিলায় চালু বিশেষ অ্যাপ