সংবাদদাতা, বালুরঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে চলছে উন্নয়নযজ্ঞ। প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে গিয়েছে উন্নয়ন। স্বাস্থ্য পরিষেবায় বিশেষভাবে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যকটি গ্রামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। এরই উদাহরণ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট। বুধবার একই দিনে ৩৪টি উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবার উদ্বোধন।
আরও পড়ুন-ডেঙ্গি ও ম্যালেরিয়া রুখতে পঞ্চায়েত দফতরের অ্যাপ
উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা, কুশমন্ডি ও কুমারগঞ্জের বিধায়ক যথাক্রমে রেখা রায় ও তোরাফ হোসেন মণ্ডল। এই ৩৪টি উপস্বাস্থ্যের কেন্দ্রের মধ্যে গঙ্গারামপুর ব্লকে ৩টি, হিলি ব্লকে ১টি, কুশমন্ডি ব্লকে ৭টি, তপন ব্লকে ১২টি এবং হরিরামপুর ব্লকে ১১টি উপস্বাস্থ্য কেন্দ্র। উল্লেখ একসঙ্গে এতগুলি উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা চালুর বিষয় দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নে রেকর্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে। এত সংখ্যক উপস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপকৃত হবে। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, আমরা সমস্ত মানুষদের বাড়ির কাছে সমস্ত মানুষকে পরিষেবা পাইয়ে দিতে চাইছি, সাধারণ মানুষদের সবরকম সূুযোগ-সুবিধা হাতের কাছে পৌছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন নিয়েও এদিন আশার কথা শোনা গেছে বিপ্লব মিত্র-র বক্তব্যে। সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন বিষয়ে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তিনি বলেন মোটামুটি যা কথা হয়েছে তা নিয়ে মেডিক্যাল কলেজ নিয়ে খুব তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য, মেডিক্যাল কলেজ কোন জেলাতেই বাদ থাকবে না।