প্রতিবেদন : কৃষকদের মতো মৎস্যজীবীদের পাশেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। কিষান ক্রেডিট কার্ডের (Credit Card) ধাঁচে এবার রাজ্যে চালু হবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড। বৃহস্পতিবার, হাওড়ায় প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতে কৃষকদের মতোই মৎস্যজীবীরাও সহজ কিস্তিতে ঋণ পাবেন। এর পাশাপাশি নয়াচরে মৎস্য হাব তৈরির পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী (Chief Minister)।
আরও পড়ুন-Tripura: বিজেপির সন্ত্রাস, ত্রিপুরায় মোমবাতি মিছিল তৃণমূলের
ল্যান্ড ম্যাপের মতো রাজ্যে খালের ম্যাপ তৈরি নির্দেশও দেন তিনি। বাংলা (West Bengal) নদীমাতৃক রাজ্য। হাওড়াতেও (Howrah) প্রচুর নদী-খাল রয়েছে। মাছ চাষ হয়। পাশাপাশি, হাওড়ায় রয়েছে বিশাল মাছের আড়ত। পাশের জেলা পূর্ব মেদিনীপুর (Purba Midnapore) মাছ চাষে সমৃদ্ধ। এই পরিস্থিতিতে সেখানকার মৎস্যজীবীদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee) জানান, কৃষকদের জন্য ক্রেডিট কার্ড (Credit Card) থাকলেও, মৎস্যজীবীদের কাজটা আলাদা। সুতরাং তাঁদের চাহিদাকে গুরুত্ব দিতে আলাদা ক্রেডিট কার্ড জরুরি।