হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়ে অবসর ঘোষণা করলেন বিনেশ ফোগাট (Vinesh Phogat)। ওলিম্পিকস ২০২৪-এ চাঞ্চল্যকর ভাবে বিদায়ের পর হতাশ তিনি। সোনা জয়ের মুখ থেকে ফিরে যেতে হয়েছে তাঁকে। এরপর সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে দেখা গিয়েছে, কার্যত ভেঙে পড়েছেন বিনেশ। যার প্রতিফলন দেখা গেল বৃহস্পতিবার। এদিন কুস্তি থেকে অবসর নেওয়ার কথা জানালেন বিনেশ ফোগাট।
আরও পড়ুন- জিএসটি প্রত্যাহারের দাবি, রাজ্যসভায় সুর চড়ালেন ডেরেক
নিজের এক্স হ্যান্ডলে ফোগাট লিখেছেন, ‘মা কুস্তির কাছে হেরে গেলাম। ক্ষমা করে দিও। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আমার মধ্যে আর শক্তি অবশিষ্ট নেই। কুস্তিকে বিদায়। ২০০১–২০২৪। সবসময় তোমার ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।’
মঙ্গলবার সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাট (Vinesh Phogat)। ৫০ কেজি বিভাগে খেলতে নামা বিনেশের ওজন প্রায় ২ কেজি বেড়ে গিয়েছিল। সারা রাত ধরে ওজন কমানোর চেষ্টা করেছিলেন। সারা রাত জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন। কিন্তু বুধবার সকালে যখন ওজন মাপা হয়, দেখা যায় ৫০ কেজির থেকে কয়েক গ্রাম বেশি ওজন তাঁর। সেই কারণেই প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয় বিনেশকে। আর এই স্বপভঙ্গে যন্ত্রণা নিতে পারলেন না পেরে কুস্তি থেকে অবসর নিলেন তিনি।