৫২ বছর পর স্পেনকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ ভারতের, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

গতবার গেমস হকিতে ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ পেয়েছিল। টোকিয়ো অলিম্পিক্সের পরে, ভারতীয় হকি দল ন'টি ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছে।

Must read

সেরাটাই দিলেন পিআর শ্রীজেশ। শ্রীজেশের কয়েকটি সেভই ভারতকে (India) পদকের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। শেষের দিকে স্পেন অলআউট হয়ে যায়। খেলার শেষ মিনিটে শ্রীজেশ এর দুর্দান্ত সেভ ভারতকে একপ্রকার অক্সিজেন দিল। বলা যায় শ্রীজেশের জন্য টিম ইন্ডিয়া ঐতিহাসিক ব্রোঞ্জ জিতল প্যারিসে। সুখজিতের মিস টিম ইন্ডিয়ার জন্য ধাক্কা হলেও সামলে নিয়েছে বাকিরা। তৃতীয় কোয়ার্টারের শুরুতে ভারতকে ২-১ গোলে এগিয়ে দিলেন হরমনপ্রীত। ভারত পেনাল্টি কর্নার পায় এবং গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। ম্যাচের ৩৩তম মিনিটে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। এই নিয়ে প্যারিস অলিম্পিক্সে হরমনপ্রীত এখনও পর্যন্ত ১১টি গোল করে ফেলেছেন।

আরও পড়ুন-টেলর সুইফটের কনসার্টে হামলার ছক বানচাল

গতবার গেমস হকিতে ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ পেয়েছিল। টোকিয়ো অলিম্পিক্সের পরে, ভারতীয় হকি দল ন’টি ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে ভারত। আজকের এই জয়ের পর তাদের শুভেচ্ছাবার্তা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এদিন তিনি লেখেন, ”#ParisOlympics2024-এ ব্রোঞ্জ পদক জেতার জন্য আমাদের পুরুষ হকি দলকে আন্তরিক অভিনন্দন! আপনাদের অসাধারণ কৃতিত্বে ভারত আজ আনন্দিত ও গর্বিত। সাফল্যের দিকে এগিয়ে যেতে আপনাদের নিরলস প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রম আমাদের গর্বের কারণ। আপনাদের আগামীর সকল প্রচেষ্টার জন্য শুভকামনা জানাই! জয় হিন্দ!!”

 

Latest article