প্রতিবেদন : অশান্ত বাংলাদেশ। তারই মধ্যে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছলেন নোবেলজয়ী অধ্যাপক মহঃ ইউনুস। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বঙ্গবভনে ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে। নতুন সরকারে সদস্যসংখ্যা হতে পারে ১৫। মহঃ ইউনুস এদিন বলেছেন, নতুন বিজয়ের মাধ্যমে নতুন বিজয় দিবস শুরু করল বাংলাদেশ। আমাদের এগিয়ে যেতে হবে। আমার ওপর বিশ্বাস রাখুন, দেশের কারও ওপর কোনও হামলা হবে না। এদিকে, ভারতের বিদেশ দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, প্রতিটি সরকারেরই উচিত নাগরিকদের কল্যাণ সুনিশ্চিত করা। আশা করি বাংলাদেশে আইন-শৃঙ্খলা দ্রুত ফিরে আসবে। দুটি দেশ এবং সমগ্র আঞ্চলিক স্বার্থেই তা জরুরি। এদিকে, বাংলাদেশে হিংসা থামছে না। বৃহস্পতিবার সকালে গাজিপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের পর গাজিপুর জেলা কারাগারে বন্দি-বিক্ষোভ শুরু হয়েছে। বাইরে থেকে গুলির শব্দ পাওয়া গিয়েছে। জখম হয়েছে ১৬ জন। এর মধ্যে শুরু হয়েছে ঢাকার বেশ কিছু এলাকায় ডাকাতি। বুধবার এলাকায়-এলাকায় বাসিন্দারা রাত জেগে পাহারা দিয়েছেন। ধুনটে যুব লিগের নেতা আল আমিনকে বুধবার রাতে কুপিয়ে খুন করেছে বাইক আরোহী একদল দুষ্কৃতী। এদিকে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বিচার। বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে ভারতের সমস্ত ভিসা অফিস।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি, পিএমএলএ এবং সিআরপিসি প্রয়োগের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহঃ ইউনুসকে বৃহস্পতিবার স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, পুলিশের নবনিযুক্ত আইজিপি-সহ বিভিন্ন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং ছাত্র আন্দোলনের নেতারা।