মূল্যবৃদ্ধি, সংসদে প্রতিরোধের ঝড় তুলল তৃণমূল কংগ্রেস

সংসদের চলতি বাজেট অধিবেশনের শেষ লগ্নে এসেও মোদি সরকারকে কোণঠাসা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিরোধী জোট৷

Must read

প্রতিবেদন : সংসদের চলতি বাজেট অধিবেশনের শেষ লগ্নে এসেও মোদি সরকারকে কোণঠাসা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিরোধী জোট৷ এই প্রচেষ্টারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট৷ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ-সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আম আদমি পার্টি-সহ অন্যরা৷

আরও পড়ুন-আজ শপথ বাংলাদেশে, কবে বন্ধ হবে মৃত্যুমিছিল

প্রত্যেক দলের প্রতিনিধিদেরই দাবি ছিল দিনের পর দিন যেভাবে ক্রমেই বেড়ে চলেছে নিত্যব্যবহার্য জিনিসের দাম, তাতে সাধারণ মানুষের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে৷ মোদি সরকারের অপদার্থতার ফলেই দেশের দ্রব্যমূল্য আকাশছোঁয়া হয়ে উঠেছে বলে দাবি করেন ইন্ডিয়া জোটের প্রতিনিধি সাংসদরা৷ এই মর্মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তাঁরা৷ দিনকয়েক আগে বিমা এবং স্বাস্থ্যবিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবিতে ধরনা দিয়েছিল ইন্ডিয়া জোট৷ তারপরেই সামনে এসেছে এদিনের ধরনা৷ শুক্রবার সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার পরেও বিমা, স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের লড়াই জারি থাকবে বলে এদিন ধরনায় দাবি জানান ইন্ডিয়া জোটের সাংসদেরা৷

Latest article