আলিপুরদুয়ারে ৬০১ প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : জেলার ৬০১টি প্রাথমিক বিদ্যালয়ে মিটতে চলেছে প্রধান শিক্ষকের অভাব। রাজ্যের নির্দেশে জেলা প্রশাসন আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় প্রধানশিক্ষকের শূন্যপদ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। জেলার ৬০১টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই প্রধানশিক্ষক ছিল না। যে কারণে জেলার ১২টি সার্কেলের অধিকাংশ বিদ্যালয়ে পঠন পাঠনে সমস্যা তৈরি হচ্ছিল। তাই সরকারি নির্দেশে এই শূন্যপদে নিয়োগ চলছে দ্রুতগতিতে। বুধবার ফালাকাটা নর্থ ও আলিপুরদুয়ার নর্থ এই দুটি সার্কেলের ৯০টি বিদ্যালয়ের প্রধানশিক্ষক পদে আবেদনকারীদের কাছ থেকে নিজেদের পছন্দের বিদ্যালয়ের নাম জমা নেওয়া হয়েছে। এরপর সেইসব বিদ্যালয়ের শূন্যপদ দেখে তাদের নিয়োগপত্র প্রদান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় যেকোনও ধরনের সমস্যা এড়াতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি বিদ্যালয় পছন্দের ব্যাপারে যাতে পরবর্তীতে জটিলতা তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রেখে নিয়োগের পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে রেখেছে শিক্ষা সংসদ। নিয়োগ প্রক্রিয়ার এই স্বচ্ছতা দেখে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি কৌশিক সরকার বলেন, রাজ্য সরকারের গাইড লাইন মেনে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গেই জেলায় প্রাথমিকে প্রধানশিক্ষক নিয়োগ হচ্ছে। এ নিয়ে কারও কোনও আপত্তি থাকার কথা নয়। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন, এই নিয়োগের পঠন পাঠনের সমস্যা প্রায় মিটেই যাবে। আর যেরকম স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে কেউই কোনও প্রশ্ন তুলতে পারবে না। এরপরেই যদি আরও শূন্যপদ থেকে যায়, তা পুজোর পরে ফের পূরণের উদ্যোগ নেব।

আরও পড়ুন- প্রথম দ্বিতীয় সেমিস্টারের প্রশ্ন করতে হবে শিক্ষকদেরই, কড়া নির্দেশ সংসদের

Latest article