প্রতিবেদন: বাংলাদেশে (Bangladesh Violence) মৃত্যুমিছিল ভেঙে দিয়েছে তাঁর হৃদয়। এক এক্স-পোস্টে এই অনুভূতির কথা লিখেছেন শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। ঘটনাচক্রে মা-মেয়ে দু’জনেই এখন দিল্লিতে। কিন্তু মায়ের মুখোমুখি হতে পারছেন না বলে জানিয়েছেন মেয়ে পুতুল। এক্স-পোস্টে তাঁর আবেগরুদ্ধ বক্তব্য, আমার দেশে অসংখ্য প্রাণহানির ঘটনা হৃদয় ভেঙে দিয়েছে। বাংলাদেশকে (Bangladesh Violence) আমি ভালবাসি। এতটাই মন খারাপ যে এই কঠিন সময়ে আমার মাকে দেখতে যেতে এবং জড়িয়ে ধরতে পারছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অধিকর্তা হিসেবে কর্তব্যপালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাই মায়ের সঙ্গে এখনও সামনাসামনি দেখা হয়নি। উল্লেখ্য, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ সায়মা গত ১ নভেম্বর দিল্লিতে হু দফতরে যোগ দেন। তিনি এখন দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক দফতরের অধিকর্তা। এই পদমর্যাদায় বাংলাদেশ থেকে তিনিই প্রথম। পুতুল স্পষ্ট করে দিয়েছেন, এই গুরুদায়িত্ব পালনেই তাঁর অগ্রাধিকার। এই দায়িত্ব ছেড়ে অন্য কোনও ভূমিকায় অবতীর্ণ হওয়ার কোনও প্রশ্নই ওঠে না।