আইএসআইকে দুষলেন হাসিনাপুত্র, ষড়যন্ত্রের অভিযোগ

Must read

প্রতিবেদন: বাংলাদেশে লাগাতার হিংসা ও ক্ষমতাবদলের আগাম চিত্রনাট্য তৈরি হয়েছে বিদেশি শক্তির মদতে। এর পিছনে রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। মন্তব্য শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের (Sajeeb Wazed Joy)। বিদেশি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জয় বলেন, নানা সময়ে ধারাবাহিকভাবে পরিকল্পনা হয়েছে যাতে বাংলাদেশকে নড়বড়ে করে দেওয়া যায়। ছাত্রদের সামনে রেখে কোটা সংস্কার আন্দোলন যেভাবে সুপ্রিম কোর্টের ইতিবাচক ঘোষণার পরেও জিইয়ে রাখা হয় এবং ক্রমে তা হাসিনা অপসারণের স্লোগানে পরিণত হয় তাতে আগেই এই অভিযোগ উঠেছিল একাধিক মহলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও পাক মদতপুষ্ট জামাত গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার চেষ্টা করেছে বারবার। কোটা আন্দোলন পর্বেও জামাতের বাড়বাড়ন্ত দেখেছেন অনেকে। দেশে লাগাতার হিংসা ও ক্ষয়ক্ষতির পিছনেও পাকিস্তানি চক্রান্তের অভিযোগ উঠছে। একইসঙ্গে বলা হচ্ছে বাংলাদেশকে দুর্বল করতে এবং বিশেষভাবে হাসিনা সরকারকে ফেলতে কলকাঠি নেড়েছে আমেরিকাও। হাসিনাপুত্রের (Sajeeb Wazed Joy) মন্তব্যেও তার ইঙ্গিত।

আরও পড়ুন- শ্বেতপত্র অভিষেকের চ্যালেঞ্জে নীরব নির্মলা, রাজ্যসভায় তুমুল হইচই তৃণমূলের

এদিকে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনাপুত্র জয় তাঁর আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে জানান, ছাত্র আন্দোলনের ধাক্কায় বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ফের নিজের দেশে ফিরবেন। সজীব ওয়াজেদ জয় পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মানছি আমি আগে বলেছিলাম, মা আর দেশে ফিরবেন না। কিন্তু তারপর থেকে গত দু’দিনে পরিস্থিতি অনেক বদলেছে। আমাদের পার্টির নেতাদের উপর ক্রমাগত আক্রমণ শুরু হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিজেদের দলের নেতা-কর্মীদের বাঁচাতে যা যা করা দরকার, আমরা তাই করব।

Latest article