প্রতি বছর ৮ অগাস্ট লড়াকু দেশনেতাদের প্রতি সম্মান জ্ঞাপন করে ভারত ছাড়ো আন্দোলনের (Quit India Movement) বার্ষিকী পালিত হয়। আরও একবার মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ভবিষ্যতেও তাদের উন্নয়নে কাজ চলবে, বিশ্ব আদিবাসী দিবসে শুভেচ্ছা জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী
নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, “১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের (Quit India Movement) বার্ষিকীতে অভিনন্দন জানাই এই দেশের স্বাধীনতার জন্য চূড়ান্ত সংগ্রামের সূচনা করার জন্য এবং লক্ষ লক্ষ সাহসী নর-নারীকে মাতৃভূমির জন্য লড়াই করতে অনুপ্রাণিত করার জন্য। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।”
I salute the historic 1942 Quit India Movement on its anniversary for heralding the dawn of the final struggle for freedom of this great country and inspiring millions of brave men & women to fight for the Motherland.
My homage to the valiant freedom fighters.
— Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2024