প্রতিবেদন : মেয়েটার সোনা আনার কথা ছিল। যে একাগ্রতা নিয়ে খেলছিলেন বিনেশ ফোগট (Vinesh Phogat), তাঁর স্বপ্নপূরণ হতই। কিন্তু কেন সোনা আনতে পারলেন না তিনি? ক’দিন পরেই সব জানতে পারবেন। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে সেই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অলিম্পিকে বিনেশ ফোগটের (Vinesh Phogat) লড়াইকে কুর্নিশ জানান। বলেন, তাঁকে সংগ্রামী অভিনন্দন। তাঁর লড়াই ভুলবে না দেশবাসী।
আরও পড়ুন- আরজিকরে রহস্য-মৃত্যু ডাক্তারি পড়ুয়ার, তদন্তে পুলিশ
এদিন সেইসঙ্গে তিনি বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামকে নতুন স্বপ্ন দেখালেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি থেকে যুবক-যুবতীরা একদিন অলিম্পিকে যাবেন। তাঁর এই আশার বাণীতেই নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে জঙ্গলমহল। এই প্রসঙ্গেই উঠে আসে বিনেশ ফোগটের প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে মেয়েটি সোনা আনতে পারত, সে আনতে পারল না। সেটা কেন হল না, দেশবাসী আগামী দিনে জানতে পারবেন। তাঁর লড়াইকে কুর্নিশ। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ২০ বছর আগে যখন ইয়ুথ মিনিস্টার ছিলাম, তখন এই ধরনের অ্যাকাডেমির প্ল্যানগুলো করেছিলাম। আশা করছি, ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি একদিন স্বপ্নপূরণ করবেই।