ফের দুর্ঘটনা, বেলাইন মালগাড়ি

Must read

প্রতিবেদন : ফের রেল দুর্ঘটনা (Train Accident in Malda)! এই নিয়ে গত দু-মাসে ৫ বার। শুক্রবার সকাল এগারোটা নাগাদ মালদহে লাইনচ্যুত হল একটি মালগাড়ি। তেলবোঝাই মালগাড়ির ৫টি বগি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে আচমকাই লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ও পরিষেবা। যাত্রিবাহী ট্রেন দুর্ঘটনা থেকে মালগাড়ির লাইনচ্যুত হওয়া ভারতীয় রেলের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাজেটে কেন্দ্রীয় মন্ত্রী যতই বুলেট ট্রেনের (Train Accident in Malda) গল্প শোনান না কেন আসলে সবটাই যে ফাঁকা বুলি তা বারবার প্রমাণিত হচ্ছে। সংসদে তৃণমূল সাংসদেরা বারবার রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু কোনও সদুত্তর মেলেনি। কাঞ্চনজঙ্ঘা হোক বা কাঞ্চনকন্যা, করমণ্ডল এক্সপ্রেস থেকে শুরু করে ডিব্রুগড় এক্সপ্রেস থেকে মুম্বই মেল— গত দু-মাসে এইসব ট্রেন খবরের শিরোনামে এসেছে শুধু দুর্ঘটনার কারণে। শুক্রবার নিউ জলপাইগুড়ি থেকে কাটিহার যাওয়ার পথে মালদহের কুমেদপুরে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির পাঁচটি বগি। খবর ছড়িয়ে পড়তেই তুমুল চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে কাটিহার ডিভিশন থেকে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। শুরু হয়েছে তদন্ত। তবে চলন্ত মালগাড়ি কীভাবে লাইনচ্যুত হল তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। রেল পরিষেবা নিয়ে কেন্দ্রীয় সরকার যে কার্যত ছিনিমিনি খেলছে এই দুর্ঘটনায় সেই অভিযোগ আরও একবার প্রমাণিত হল।

আরও পড়ুন- মেয়েটা কেন সোনা আনতে পারল না, ক’দিন পরেই জানতে পারবেন, ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী

Latest article