প্রতিবেদন : লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর আজ, শনিবার ফের প্রশাসনিক বৈঠকে বসছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৪টেয় আমতলার সমন্বয় অডিটোরিয়ামে হবে বৈঠক। তাঁর সংসদীয় এলাকার সর্বস্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। ডায়মন্ড হারবারের উন্নয়নের কাজ কোথায় কতটা হয়েছে, কোন কাজ বাকি আছে, ভোটের কারণে যেসব কাজ মাঝ পথে বন্ধ হয়েছিল সেগুলি কী অবস্থায় আছে— এই সবকিছুর হালহকিকত খতিয়ে দেখবেন অভিষেক। এর আগেও কয়েক মাস অন্তর এই ধরনের প্রশাসনিক বৈঠক করেছেন তিনি।
আরও পড়ুন-পরিবারকে সান্ত্বনা দিলেন মুখ্যমন্ত্রী, আরজি করে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু, তদন্ত শুরু পুলিশের
ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে প্রতি বছর নিয়ম করে বই প্রকাশ করে থাকেন তিনি। সেখানে একেবারে বিধানসভা, পঞ্চায়েত এলাকা, ব্লক ধরে উন্নয়নের সার্বিক খতিয়ান দেওয়া থাকে। এবছরও তার ব্যতিক্রম হবে না। ২০২৪-এর লোকসভা নির্বাচনে রেকর্ড ব্যবধানে (৭ লক্ষ ১০ হাজার ভোট) জিতেছেন অভিষেক। ডায়মন্ড হারবারবাসী উজার করে ভোট দিয়েছেন তাঁকে। ২০১৪ থেকে এনিয়ে টানা তিনবারের সাংসদ হলেন তিনি। ফলে তাঁর সংসদীয় এলাকার জন্য উন্নয়নে এতটুকু ফাঁক রাখতে চান না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।