ব্রাজিলে বিমান দুর্ঘটনায় হত ৬২

ভয়ঙ্কর ঘটনা। ৬২ জন যাত্রী নিয়ে একটি উড়ান ভেঙে পড়ল ব্রাজিলের ভিনহেডো শহরে। উড়ানটি কাসকাভেল থেকে সাওপাওলো যাচ্ছিল

Must read

প্রতিবেদন : ভয়ঙ্কর ঘটনা। ৬২ জন যাত্রী নিয়ে একটি উড়ান ভেঙে পড়ল ব্রাজিলের ভিনহেডো শহরে। উড়ানটি কাসকাভেল থেকে সাওপাওলো যাচ্ছিল। আকাশপথেই এই দুর্ঘটনা। প্লেনটির ব্ল্যাক-বক্সটিও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। শুক্রবার দুপুর ১১:৫০ মিনিট নাগাদ যাত্রীদের নিয়ে আকাশে উড়েছিল বিমানটি। সাওপাওলো পৌঁছানোর কথা ছিল দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ।

আরও পড়ুন-তিতুমির বাস টার্মিনাস থেকে আয় বৃদ্ধি জেলা পরিষদের

কিন্তু হঠাৎই সেটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। ভেঙে পড়ে গাছপালার উপরে। খবর পাওয়া মাত্রই ফায়ার ব্রিগেডের ৭ টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। শুরু করে উদ্ধার এবং আগুন নেভানোর কাজ। ভিডিওতে দেখা গিয়েছে প্লেনটি একটা গাছের ক্লাসটারের উপর আছড়ে পড়ে। তারপরেই সেখান থেকে বের হতে থাকে ঘন কালো ধোঁয়া। জানা গিয়েছে, প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রীর আসন ছিল। তবে উঠেছিলেন ৬২জন। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

Latest article