প্রতিবেদন : সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবারের আবহাওয়া নিয়ে হাওয়া অফিস দক্ষিণের ১০ জেলায় এবং উত্তরের তিন জেলায় হলুদ সতর্কবার্তা দিল। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস।
আরও পড়ুন-কুস্তিতে ব্রোঞ্জ পেলেন অমন
নিম্নচাপের জেরেই হাওয়া বদল ঘটতে চলেছে। তার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণে। শনি ও রবিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণের প্রায় সব জেলাতেই। মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া জারি থাকবে দক্ষিণে। উত্তরের জেলাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার উত্তরের তিন জেলাতেও রয়েছে হলুদ সতর্কবার্তা। ভারী বৃষ্টি চলবে তিন জেলায়। সিকিম, ভুটানেও ভারী বৃষ্টি হবে। ফলে উত্তরে ফের বন্যার আশঙ্কা রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরেই বাংলাজুড়ে দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে ফের।