বাজেটে মিথ্যাচার, তোপ দাগলেন অমিত মিত্র

Must read

প্রতিবেদন : বাজেটে দেশের অর্থনীতিকে দিশা দেখাতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। কাদের জন্য এই বাজেট তৈরি হয়েছে তা জানা নেই। সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা বলে। মিথ্যাচার করছে সরকার। ঠিক এ-ভাষাতেই শনিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. অমিত মিত্র (Amit Mitra)। তাঁর কথায়, সামারসল্ট দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের মানুষের জন্য পুরোপুরি বিভ্রান্তিকর এই বাজেট। ৫০০ বড় কোম্পানি ইন্টার্ন নিয়োগ করবে, ২০ লক্ষ মানুষকে ভাড়া করা হবে এক বছরের জন্য, এসব বলেছেন অর্থমন্ত্রী। যা মিথ্যাচার ছাড়া কিছু নয়।

আরও পড়ুন- নেত্রীর আন্দোলন, অবদান ফেসবুকে ছড়ান, টিএমসিপির সভায় পরামর্শ কুণালের

Latest article