প্রতিবেদন : দক্ষিণে বাড়বে দুর্যোগ। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। রবি ও সোমবার ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায়। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটিও সরে যাবে ঝাড়খণ্ডের দিকে। এটি অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর ওড়িশা ও ছত্তিশগড় এলাকায়। আজ এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় এই রাজ্যে বৃষ্টির (Rain) সম্ভাবনা বাড়বে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।