সংবাদদাতা, চন্দননগর : চন্দননগর পুরনিগমের উন্নয়নের মুকুটে যোগ হল আরও একটি নতুন পালক। পুরনিগম এলাকা ও চন্দননগর বিধানসভা উৎসব কমিটির উদ্যোগে চন্দননগর বড়াইচণ্ডীতলায় উদ্বোধন হল পিস হাভেনের (Peace Heaven)। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী-সহ অন্যান্য মেয়র পারিষদ সদস্য। চন্দননগরে পিস হাভেনের (Peace Heaven) অভাব মিটল। বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে।
বলে জানান তিনি। এবার থেকে ওই এলাকার কোনও মৃত ব্যক্তিকে দাহ করার আগে দেহ সংরক্ষণ প্রয়োজন হলে এই পিস হেভেন ব্যবহার করা যাবে। আমরা অতীতে সকল সম্প্রদায়ের মানুষের জন্য সব রকম ব্যবস্থা করেছি। উন্নয়ন বলতে শুধু রাস্তা, জল, আলো-সহ নিকাশি ব্যবস্থা শুধু নয় প্রত্যেকটি মানুষের জন্য সুস্থ বা অসুস্থতা বা তাঁর মৃত্যুকালে তাঁকে সংরক্ষণে যে ব্যবস্থা সেটাও একটা বড় কাজ। মেয়র জানান, ইন্দ্রনীল সেন, চন্দননগর পৌরনিগম ও চন্দননগর উৎসব কমিটি-সহ কিছু মানুষ চারটি স্থান সংরক্ষণ করে এই মৃতদেহ সংরক্ষণাগার তৈরিতে উদ্যোগ নিয়েছিলেন।
আরও পড়ুন- বাজেটে মিথ্যাচার, তোপ দাগলেন অমিত মিত্র