দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-স্বপ্ন ভাঙার কারিগর

সূর্য

ছোট্ট একটা আগুনের গোলা
এক পরশমণির পূজ্য
ভোর না হতেই আকাশের খেলা
পুব দিকে জেগেছে সূর্য।।

জবাকুসুম বলার আগেই
কুসুম জবা রঙে
নিজের জায়গায় সাত তাড়াতাড়ি
সূর্য উঠেছে ঢঙে।।

সাত সকালে সাতের আগে
সূর্যের আভা গরম,
মাথার ওপর অরুণপ্রকাশ
অরুণ তৃপ্তি পরম।।

তোমাকে দেখার সুযোগ পেয়েছি
জীবনে অনেকবার
কখনো দেখিনি এতো তেজস্বী
তেজ তোমার পারাবার।।

সেদিন যখন তোমায় দেখলাম
প্রখর রোদের মাঝে
মনে হচ্ছিল তুমি অগ্নীশ
অগ্নিবীণার অগ্নি সাজে।।

তোমার প্রখর রৌদ্রজ্বালায়
মানুষের দাবানল।
তবুও সবাই তোমাকে ডাকে
না হলে দিবা অনল।।

যখন সবাই তোমাকে ডাকে
তুমি থাকো পূর্বগগনে
সবাই যখন গরমে ক্লান্ত
থাকো তুমি মধ্য লগনে।।

তুমি কখনো নও ঐহিকা
অথবা লগ্নভ্রষ্টা
তুমি বিশ্বের নবদিগন্ত
দিক দিগন্ত স্রষ্টা।।

সাজো সাজো রবে সাজসজ্জা
তুমি বিরামহীন ক্লান্তি
তোমাকে না পেলে সর্বদিনে
কেউ পায় নাকো শান্তি।।

বারিধারায় তোমার প্রাপ্তি
গরমের মাঝারে ঠাণ্ডা,
মহিমায় তুমি গৌরব শক্তি
তাই সবাই তোমার বান্দা।।

তোমার মাঝারে রামধনু রঙ
সুন্দর মাঝারে সুন্দরী,
তুমি হলে বিশ্বের আকাশকন্যা
আকাশের শোভামঞ্জরী।।

Latest article