দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-একটা ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা যায় না, স্পষ্ট কথা সৌরভের, কঠোর শাস্তি হওয়া উচিত

না

মাথা থাকলেই
বুদ্ধি হয় না
বুদ্ধির দরজাটা
যদি মুক্ত নয়।।

মাথা সবার থাকে
সাইজ কি এক?
কোনোটা ছোট
কোনোটা বড়।।

চোখ থাকলেই
সব দেখা যায় না
চোখের দেখার
স্বচ্ছতা থাকা চাই।।

চোখের পলকে
চোখ ঘোরে
তারার আলোকে
বিশ্বকে জোড়ে।।

হৃদপিণ্ড সবার থাকে
কিন্তু হৃদয়
ক’জনের বড় হয়?
হৃদয় সবার থাকে না।।

হৃদয়ের উপলব্ধি
অনুভব করে ক’জন
হৃদয় যদি না হয়
হৃদয়ের স্বজন।।

ওপরে চকচক করলেও
ভেতরে চকচকে হয় না
যদি না থাকে
টকটক ভাবনা।।

মানুষ হয়ে জন্মালেই
মানুষ হয় না
যদি না থাকে
মানুষের ভাবনা।।

সব সম্পত্তি থাকলেও
স্বপ্নপূরণ হয় না
কারণ মানবিক সম্মতি
সর্বশ্রেষ্ঠ সোনা।।

মানুষ হয়েও
অনেকে মানুষ হয় না
কারণ মনুষ্যও
কখন দানবও হয় না।।

এ পৃথিবীতে সব আছে
অভাব আছে মানবতার
অর্থ থাকলেও অনর্থক
যদি না থাকে মানব আচার।।

Latest article