মোহনবাগানের হার

এদিনের হারে ‘বি’ গ্রুপে ছ’নম্বরে নেমে গেল তারা। শেষ দু’টি ম্যাচে বড় ব্যবধানে জিতে সুপার সিক্সের আশা জাগিয়েছিল ডেগি কার্ডোজোর দল।

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে মোহনবাগান। রবিবার কল্যাণী স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে থেকেও নিজেদের ভুলে জোড়া গোল হজম করে হার সবুজ-মেরুনের। অমিত এক্কার জোড়া গোলে জর্জ জিতল ২-১ গোলে। সুপার সিক্সের লড়াইয়ে পিছিয়ে পড়ল মোহনবাগান।

আরও পড়ুন-রুপো বিনেশের প্রাপ্য : সৌরভ

এদিনের হারে ‘বি’ গ্রুপে ছ’নম্বরে নেমে গেল তারা। শেষ দু’টি ম্যাচে বড় ব্যবধানে জিতে সুপার সিক্সের আশা জাগিয়েছিল ডেগি কার্ডোজোর দল। জর্জের কাছে হারায় সেই লক্ষ্য ধাক্কা খেল। কল্যাণীতে এদিনের খেলায় সেই ধারটাই ছিল মোহনবাগানের খেলায়। সেই সুযোগ নিলেন জর্জের এক্কা। অথচ ৩০ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করেন সেরটো। বক্সের মধ্যে হ্যান্ডবল করেন জর্জের জুয়েল। সুযোগ হাতছাড়া করেননি সেরটো। মোহনবাগান রক্ষণে সুমিত রাঠির ভুলে ৫৩ মিনিটে এক্কার গোলে ম্যাচে সমতা ফেরায় গৌতম ঘোষের প্রশিক্ষণাধীন জর্জ। মিনিট চারেকের মধ্যে দ্বিতীয় গোল করেন সেই এক্কা। বল গোললাইন অতিক্রম করেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠলেও রেফারি কর্ণপাত করেননি।

Latest article