মুম্বই, ১৯ নভেম্বর : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক দ্য গ্লেজার ফ্যামিলি অনেক চেষ্টা করেও আইপিএলে পা রাখতে পারেননি। কিন্তু তাতেও তাঁদের ক্রিকেট জগতে পা রাখা আটকাচ্ছে না। গ্লেজার ফ্যামিলি তো বটেই, সঙ্গে পাঁচবারেই আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যপিটালস, বিগ ব্যাশের সিডনি সিক্সার্স ও ক্যাপরিস গ্লোবালের মতো ছ’টি দলকে নিয়ে ২০২২-এর শুরুতে এমিরেটস টি-২০ লিগ হওয়ার কথা আরব আমিরশাহিতে। ফলে ফুটবলের বিশ্বকাঁপানো নাম ম্যান ইউয়ের মালিক সংস্থাকে এবার দেখতে পাওয়া যাবে ক্রিকেটের মাঠেও।
ছ’টি দলকে নিয়ে আইপিএলের ধাঁচের এই টুর্নামেন্ট আসলে সুন্দর রমনের ব্রেন চাইল্ড। যিনি অতীতে আইপিএলের চিফ অপারেটিং অফিসার ছিলেন। কিন্তু এখন আমিরশাহি ক্রিকেট বোর্ডও এই টুর্নামেন্টে আগ্রহ দেখাতে শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই এই টুর্নামেন্ট শুরু হবে বলে জানা গিয়েছে।
প্রথমে যখন এই টুর্নামেন্টের কথা ভাবা গিয়েছিল, তখন মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স একযোগে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু পরে চেন্নাই সরে যায়। দ্য গ্লেজার ফ্যামিলি আগ্রহ দেখাচ্ছে এই কারণে যে ক্রিকেট নিয়ে উত্তরোত্তর মানুষের উৎসাহ বাড়ছে। সিডনি সিক্সার্স বরাবরই অস্ট্রেলিয়ার বাইরে কিছু করার পরিকল্পনা করেছে। এই সুযোগে তারাও এশীয় ক্রিকেট পরিমণ্ডলে পা রাখতে চলেছে। এছাড়া এক কর্তার দাবি, শাহরুখ খান দুবাইয়ে অসম্ভব জনপ্রিয়। ব্র্যান্ড এসআরকে দুবাইয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে। শাহরুখ নিজে দুবাইকে তাঁর সেকেন্ড হোম বলেন। কেকেআরকে টুর্নামেন্টে পাওয়ার জন্য তাই আগ্রহ ছিল সংগঠকদের। তবে প্রশ্ন থাকছে বিসিসিআইয়ের মনোভাব নিয়ে। তারা এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেয় কি না সেটা বড় প্রশ্ন।