প্রতিবেদন : সোদপুরে আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়ি থেকে ফিরে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) নবান্নে নিজের ঘরে দফায় দফায় বৈঠক করেন। দুই দফায় তিনি মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল-এর সঙ্গে বৈঠক করেন। আরজি কর তদন্তের অগ্রগতি ও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে সামগ্রিক ভাবে সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর পড়া প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সরকারি হাসপাতালগুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
আরও পড়ুন- আরজিকর-কাণ্ড: ACP থেকে MSVP-সহ অনেককে সরানো হয়েছে: প্রিন্সিপাল সম্পর্কে অবস্থান স্পষ্ট মুখ্যমন্ত্রীর