জলপাইগুড়ি মেডিক্যালে নিরাপত্তা নিয়ে হল বৈঠক

বৈঠকে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার দেব, উপ-অধ্যক্ষ(এমএসভিপি) কল্যাণ খাঁ এবং জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে হল জরুরি বৈঠক। ইতিমধ্যেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যথেষ্ট পরিমাণে সিসিটিভি ক্যামেরা রয়েছে। পাশাপাশি আরও নিরাপত্তা বাড়ানো নিয়ে সোমবার বিকেলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে আয়োজন করা হয় এক উচ্চপর্যায়ের বৈঠক।

আরও পড়ুন-প্রতিমন্ত্রীকে ফের চিঠি রাজ্যসভার সাংসদ জহর সরকারের, আদানিদের কয়লা দুর্নীতির তদন্তে নীরব কেন কেন্দ্র, প্রশ্ন তৃণমূলের

বৈঠকে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার দেব, উপ-অধ্যক্ষ(এমএসভিপি) কল্যাণ খাঁ এবং জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়। এর পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্সিং কলেজের সুপারিন্টেন্ডেন্ট সহ অন্যান্যরা। মূলত নিরাপত্তা নিয়েই আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অন্তর্গত জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, মাতৃমা ও নার্সিং হস্টেল পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও হাসপাতাল কতৃপক্ষ।

Latest article